মাদারগঞ্জে ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

খোরশেদ  ।। ইউনিয়ন পরিষদের সকল কাজের কেন্দ্রবিন্দু হলেন চেয়ারম্যান। তিনি পরিষদের অভিভাবক , পরিষদের যেকোন সিদ্ধান্ত নেওয়ার জন্য চেয়ারম্যানের অনুমোদন দরকার হয়। এক কথায় উন্নয়ন, রাজস্ব , প্রশাসনসহ ইউনিয়নের সব ধরণের কাজ তদারক করার দায়িত্ব চেয়ারম্যানের। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর,বেশ কয়েকটি মামলার এজহার ভুক্ত আসমি হয়ে আত্মগোপনে চলে যান। ফলে অভিভাবক শূন্য হয়ে পড়ে ইউনিয়ন পরিষদ। এতে করে ঐ ইউনিয়ন বাসির নাগরিক সেবায় বিঘ্ন ঘটে। জনসার্থে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৯-০১-২০২৫ তারিখে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামকে সিধুলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রধান করা হয়। মঙ্গলবার ২১ জানুয়ারি  বিকাল ৪ ঘটিকায় অদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসককে ইউপি সচিব এস,এম,তোজাম্মেল হোসেন, ইউপি সদস্যগণ ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফরহাদ হোসেন টিক্কা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা সহ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করেন।