তারুণ্যের উৎসবে চান্দিনা মাতৃভূমি তিন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
খোকা চৌধুরী।। জমকালো নানা আয়োজনে কুমিল্লার চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ, মাতৃভূমি মডেল গার্লস স্কুল, মাতৃভূমি মডেল মাদরাসা’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ওই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো:আখতার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হুদা। মাতৃভূমির মূল ক্যাম্পাসের ভাইস-প্রিন্সিপাল মোতালেব হোসাইন,গার্লস শাখার ভাইস-প্রিন্সিপাল তাজুল ইসলাম ও মাতৃভূমি মডেল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওঃ ছফিউল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাফর আলম,
মাতৃভূমি  ফাউন্ডেশনের সেক্রেটারি মো:আক্তার হোসেন, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে লম্বা দৌড় প্রতিযোগিতা,বিস্কুট দৌড়, দড়ি টানাটানি, পাতিল ভাঙ্গা, মোরগ যুদ্ধ,সুঁই-সুতা খেলা,অংক দৌড়,স্মৃতি দৌড়,বালিশ খেলা,বেলুন খেলা,চেয়ার খেলা ও যেমন খুশি-তেমন সাজো
প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলা পরিচালনা করেন উপজেলার স্কাউট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:সুলতান আহমেদ ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের অভিভাবক ফোরামের সদস্য মোঃ মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন,মাতৃভূমি মডেল গার্লস স্কুলের প্রিন্সিপাল কেএএমএকে মহিউদ্দিন,মাতৃভমি মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা নাঈম সিদ্দিকী, রেদোয়ান আহমেদ,মাতৃভূমি মডেল মাদরাসা প্রিন্সিপাল মাওঃ জাহাঙ্গীর আলমসহ তিন প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা,অভিভাবকবৃন্দ।