শ্যামনগর পুলিশের অভিযানে ভারতীয় ঔষধ সহ গ্রেফতার ১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ।।  সাতক্ষীরার শ্যামনগরে ইসমাইলপুর মুন্না মার্কেটের সামনে থেকে ২৫/০১/২৫ইং তারিখ শ্যামনগর থানার পুলিশের অভিযানে প্রচুর পরিমানে ভারতীয় ঔষধ সহ ০১ জনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ এম সজীব আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযানে আসামী জয়দেব দেবনাথ(৩৯),পিতা- হারান দেবনাথ,মাতা- মালতী দেবনাথ, গ্রাম -পুরাতন সাতক্ষীরা (নাথপাড়া),থানা -সাতক্ষীরা (সদর),জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে থানায় আনা হয়।  উক্ত আসামীকে ২৫/০১/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।