ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সভাপতি -বখতিয়ার, সম্পাদক – মাহমুদুল হাসান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মোঃ হানিফ। ।   ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন সম্মেলনে মো. বখতিয়ার কাকি সভাপতি, মো. রেদোয়ান হোসাইন সহ-সভাপতি ও এইচ.এম মাহমুদুল হাসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়। গত শুক্রবার বিকেলে বদলকোট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বদলকোট ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মদ বখতিয়ার কাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নোয়াখালী (উত্তর) শাখার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল। বিশেষ অতিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল থানা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন চাটখিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ হাসান, মাওলানা মুখতার আহমদ আনোয়ারি, আলহাজ্ব গাজী হুমায়ন কবির, মুফতী ওমর ফারুক, ইয়াছিন আরাফাত আশিক, মাওলানা নাছির উদ্দিন তালুকদার, ডা. মুহাম্মদ রবিউল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলন শেষে, ‘রাতের আধাঁরে কাটল শত বছরের বটবৃক্ষ : ম্যাজিষ্ট্রেটের নিদের্শ উপেক্ষা করে মার্কেট নিমার্ণ’, ‘হাইকোর্টের আদেশ উপেক্ষা করে সড়কে চাঁদা আদায়’- শীর্ষক দুটি সংবাদ দৈনিক জনকন্ঠ সহ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা নিউজ প্রকাশের পর  চাটখিল উপজেলার গণমানুষের কল্যাণে অসংখ্য সংবাদ প্রকাশ করে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক জনকন্ঠের চাটখিল উপজেলা নিজস্ব সংবাদাতা চাটখিল প্রেস ক্লাবের সদস্য উদীয়মান সাংবাদিক রুবেল হোসেন কে সংবর্ধনা প্রদান করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এছাড়াও চাটখিলের তরুণ স্বেচ্ছাসেবক মানবিক শাকিল খ্যাত জি.এম শাকিল কেও সংবর্ধনা প্রদান করা হয়।