নাটোরের বাগাতিপাড়া সাত মাস বেতন পান না ১৭ স্বাস্থ্যকর্মী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মোঃফজলে রাব্বি।।  নাটোরের বাগাতিপাড়া উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৭ জন সিএইচসিপি (হেলথ কেয়ার প্রোভাইডার) গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। কবে নাগাদ এসব বেতন-ভাতাদি পেতে পারেন সে বিষয়েও কেউ কিছু বলতে পারছেন না। দীর্ঘ সময় বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন এসব স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এই উপজেলায় মোট ১৭টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭ জন সিএইচসিপি পদে একটি প্রকল্পে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়। ২০১১ সালে এই প্রকল্প শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ১৪ জুন। এরপর তিন দফা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। ভুক্তভোগী স্বাস্থ্যকর্মীরা জানান, মেয়াদ বৃদ্ধির পর আগের বেতন-ভাতাদি সব পাওয়া গেলেও গত বছরের জুন মাস থেকে তাদের বেতন বকেয়া পড়ে। এরপর ঢাকায় আন্দোলনের মুখে গত বছরের ২০ আগস্ট অন্তর্বর্তী সরকার সিএচইসিপিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেন। কিন্তু তাদের এ আশ্বাসের পরও গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্প খাত বা রাজস্ব খাত কোথায়ও থেকেই তাদের কোনো বেতন-ভাতা ছাড় করা হয়নি। এতে তারা পরিবার-পরিজনদের নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে উপজেলার টুনিপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সঞ্জয় মুখার্জী জানান, দীর্ঘদিনের দাবির পর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হওয়ায় আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু দাবি মেনে নেওয়ার পর সাত মাস ধরে বেতন না পাওয়ায় চরম বিপাকে পড়েছি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. রাজ্জাক বলেন, তাদের বেতনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হয়ে যাবে।