ঝিকরগাছা ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন এবং বিডি ক্লিন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

তৌহিদুজ্জামান।। পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এবং বিডি ক্লিন, যশোর এর যৌথ উদ্যোগে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ নদের উপর অবস্থিত ব্রিজ এবং এর আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় দুই সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করেন। বিডি ক্লিন যশোর এর উপ সমন্বয়ক (লজিস্টিক) তোসাদ্দেক হোসেন বলেন, ২০১৬ সাল থেকে বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবকরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ সেবা সংগঠন এর আমন্ত্রণে ঝিকরগাছায় এসেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই কাজের মুল পরিকল্পনাকারী  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, শুধু রাস্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা যদি সবাই নিজ দায়িত্বে নিজেদের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করি তবে একদিন পুরো দেশ পরিচ্ছন্ন হয়ে যাবে।ঝিকরগাছা ব্রিজ পরিস্কার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠনের কার্যকরী সদস্য সাদা মনের মানুষ সায়েদ আলী, মাসুম বিল্লাহ, প্রিন্স কবীর, নাসিম রেজা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, আজাদ হোসেন, মাসুদ হোসেন, আঃ জব্বার, রাফিন আহম্মেদ,  তৌহিদুজ্জামান, বিডি ক্লিন যশোর সদর উপজেলার সমন্বয়ক ফারাজুল ইসলাম (লজিস্টিক), সদর উপজেলা আইটি সমন্বয়ক মোঃ রিফাত আলী, হোসাইন আহমেদ, সদস্য আব্দুল গফুর, মোঃ রাজু, মোঃ হীরা, আখী নূর আক্তার, হুসাইন আমীন, রাবেয়া ইয়াসমিন, আবু বক্কার, ইমন, যোবায়ের, আরমান সহ আরও অনেকে।