চিরিরবন্দরে ছাত্র আন্দোলনের গ্রাফিতির উপর জয়বাংলা স্লোগান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ আবু হাসনাত।। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান লিখে দেওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর চিরিরবন্দর রেল স্টেশন প্লাটফর্মে দেয়ালে এমন চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে গত বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ এ কাজ করেছে। স্থানীয় সাইদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত ছবি ও বিভিন্ন স্লোগান রেল স্টেশনের প্লাটফর্মে দেয়ালা আঁকা ছিলো। সেগুলো দেখতেও ভালো লাগছিলো। কত ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত দেশ গঠন করেছি। কিন্তু স্বৈরাচারের সন্ত্রাসী সংগঠনের নেতারা রাতের আধারে ছাত্রদের আঁকা গ্রাফিতির উপর জয়বাংলা লিখছে। যে লিখছে তাকে আইনের আওতায় আনা হোক। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, ছাত্রদের আঁকা জুলাই আন্দোলনের গ্রাফিতির উপর জয় বাংলা লেখার সাহস কোথা থেকে পেলো তারা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করতেছে। তাদের কে প্রতিহত করতে হবে।কোন সন্ত্রাসীদের জায়গা ২৪ এর নতুন বাংলাদেশ হবে না। চিরিরবন্দর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা নাগরিক কমিটির সদস্য সোহেল সাজ্জাদ বলেন, রেল স্টেশন প্লাটফর্মের দেয়ালে আকা জুলাই আন্দোলনের গ্রাফিতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরা আমাদের গ্রাফিতির ওপর জয় বাংলা লিখে দিয়েছে। এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়টি অবগত করেছি। এবং আমাদের গ্রাফিতির উপর জয় বাংলা যে লিখেছে তাকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে না হলে আমরা বিক্ষোভ মিছিল থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওদুদ বলেন, বৈষম বিরোধী ছাত্রদের আকার গ্রাফিতে রাতের আধারে কে বা কাহারা জয়বাংলা লিখছে। আমরা এ বিষয় অভিযান অব্যাহত রাখছি খুব দ্রুতই যে এ কাজ করছে তাকে আইনের আওতায় আনা হবে। SHARES সারা বাংলা বিষয়: