সিরাজগঞ্জে চৌহালী উপজেলা এনায়েতপুরে নি’খোঁজের ৮ দিন পর বৃদ্ধের লা’শ উ’দ্ধার। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ হাফিজ মোহাম্মদ হক।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা এনায়েতপুরে নিখোঁজের ৮ দিন পর জলাশয় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়দান আনছারী (৯৫) গ্রামের মৃত গুনী আনছারীর ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণগ্রামে বসবাস করছিলেন। পুলিশ ও নিহতের ছেলে আব্দুল মান্নান আনছারী জানান, গত ২৪ জানুয়ারী শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয় ময়দান আনছারী। এরপর থেকে তাকে মাইকে প্রচারণা সহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে তার লাশ বাড়ির পাশের জলাশয়ে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন। এরপর তা উদ্ধার করে মর্গে পাঠান থানা পুলিশ। এদিকে পরিবারের পক্ষ থেকে বৃদ্ধ মান্নান আনসারী মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে, হঠাৎ পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে লাশ পোস্টমার্টেম করতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: