
শরীফ আহমদ চৌধুরী ।। সিলেটের ওসমানীনগরে সরকারি সড়কের পাশে থাকা বড় দুটি রেন্টি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় লোকজনের তোপের মূখে পালিয়ে গেছে দূবিত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর বাজার সংলগ্ন সরকারি সড়কে। উক্ত বিষয়ে হলিমপুর বাজারের ব্যবসায়ী আনছার মিয়ার ছেলে রাহাদ মিয়া জানান হলিমপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল ছালিক, উপজেলার তাজপুর এলাকার অজ্ঞাত ব্যাক্তির কাছে বড় দুটি রেন্টি গাছ বিক্রি করেছেন। যাহার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। উক্ত বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন গাছ কাটার বিষয়টি আমি অবগত হয়েছি পরিদর্শন করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। ওসমানীনগর উপজেলা এলজি ইডি ইঞ্জিনিয়ার আব্দুল্যাহ আল মামুন বলেন গাছ কাটার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য গৌর কে উল্লেখীত কাটা গাছ দুটি দেখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।