সাংবাদিকতা সাহসী কলমের নির্ভীক লড়াই দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ এস. এম. আবু রায়হান।। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য প্রকাশের দায়িত্ব নেওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নির্ভয়ে কলম চালানোর নামই সাংবাদিকতা। একজন প্রকৃত সাংবাদিক শত্রুর চোখ রাঙানিকে ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, কারণ তার দায়িত্ব হলো সমাজের স্বার্থে সত্য তুলে ধরা। আজকের সমাজে অনিয়ম ও দুর্নীতি চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এসবের বিরুদ্ধে কথা বলার সাহসী কণ্ঠস্বর দিন দিন কমে যাচ্ছে। সাংবাদিকরা ঝড়-বৃষ্টি, বাধা-বিপত্তি উপেক্ষা করে, কখনো নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও সত্যকে মানুষের সামনে তুলে ধরেন। তাদের লেখনী অন্যায়ের মুখোশ উন্মোচন করে এবং সমাজকে সঠিক দিকনির্দেশনা দেয়। একজন সাংবাদিকের মৌলিক দায়িত্ব হলো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করা এবং জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়—হামলা, লাঞ্ছনা, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। অনেক সময় তাদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়, সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল যদি এই স্বাধীনতাকে দমিয়ে দিতে চায়, তাহলে সাংবাদিকতা তার প্রকৃত মর্যাদা হারাবে। সাংবাদিকদের লাঞ্ছিত করা, তাদের ওপর হামলা করা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণতন্ত্রের কণ্ঠরোধ করার শামিল। সাংবাদিকতা মানে কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, বরং নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করা। সত্যের পক্ষে নির্ভয়ে কলম চালানোর মধ্যেই সাংবাদিকতার প্রকৃত পরিচয়। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সেবায় আত্মনিয়োগ করতে পারেন। সাংবাদিকরা ভয়ের দেয়াল ভেঙে সত্যকে সামনে আনেন-তাদের কলমই সমাজ পরিবর্তনের হাতিয়ার! SHARES সারা বাংলা বিষয়: