ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মীদের হামলায় শিবিরের ৩ কর্মী আহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

কে এম আব্দুল কুদ্দুস।।  পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলী‌গের কর্মীদের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হ‌য়ে‌ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯ টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূমি অফিসের সাম‌নে এ হামলার ঘটনা ঘ‌টে। হামলায় আহতরা হ‌লেন ত‌রিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। আহতরা সবাই ছাত্র শিবিরের কর্মী। এ হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী বালিপাড়া বাজারে শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিল করেন। ইন্দুরকানী উপজেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, গতকাল রাত সা‌ড়ে নয়টার দি‌কে আমরা সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে আমা‌দের উপরে হামলা ক‌রে। তি‌নি আরও ব‌লেন, সারা দে‌শে তখন ছাত্রলী‌গের কর্মীরা মি‌ছিল করার জন্য প্রস্তু‌তি নিচ্ছিল । তারই অংশ হিসা‌বে তারা এ উপজেলায় মি‌ছিল করার প্রস্তু‌তি নিচ্ছিল। আমাদেরকে দে‌খে তারা আমা‌দের উপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে। আহত সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে আমা‌দের তিনজনকে পেয়ে হঠাৎ ক দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে ছাত্রলীগের কর্মীরা। তারা এর আগে আমাদেরকে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দিয়ে আসছিল। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হো‌সেন ব‌লেন, গতকাল রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনও কোনো অ‌ভি‌যোগ পাইনি। আহতরা দাবি কর‌ছেন হামলাকারী সবাই ছাত্রলীগ কর্মী।