হাতীবান্ধায় ঘাতক ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
লুৎফর রহমান।। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সোহেল লালমনিরহাট সদরে বত্রিশ হাজারী সার্বরেজিস্ট্রেরী অফিসের কাছে বাসা। বিকাল সাড়ে ৪ টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  লালমনিরহাট থেকে মোটরসাইকেলে পাটগ্রাম যাওয়ার পথে বুড়িমারী থেকে লালমনিরহাট অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সামনা সামনি ওভারটেক করার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।