বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত । দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ মোঃনিয়াজুল হাসান শাওন।। বাগেরহাটের মোড়েলগঞ্জের রোডে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছে। এসময় দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন আহত হয়েছে। শনিবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো– বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) এবং তার মেয়ে সুমি আক্তার (৩০)। নিহতরা দুই ভাইবোন। আহতরা হলো– নিহত সুমি আক্তারের দুই মাসের শিশু নুশরাত, সিয়াম খাঁ ও ঝুমুর বেগম। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ইনডিপেনডেন্টকে বলেন, ‘আজ বিকেলে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পরিবহণ মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’ ওসি আরও বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়েমুঁচড়ে দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিকশায় থাকা দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। SHARES সারা বাংলা বিষয়: