তালতলীতে ছাত্রদলের নেতার ছুরিকাঘাতে এক মটর সাইকেল চালক নিহত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মোঃ শাহজালাল।। বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের ছাত্রদলের সদস্যসচিব আরাফাত শিকদারের ছুরিকাঘাতে মটর সাইকেল চালক আরাফাত খান (২১) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আরাফাত খান ওই ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের পুত্র ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক খানের ভাইয়ের ছেলে। নিহত আরাফাত ভাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন করতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে শহিদ শিকদারের কীটনাশকের দোকানের সামনে বসে  নিহত আরাফাতকে একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ শিকদারের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব আরাফাত শিকদার এবং তার সাথে থাকা লোকজন মারধর করে। এক পর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে আরাফাত খানের বুকে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। স্থানীয়রা গুরুতর আহত আরাফাত খানকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ওই ঘটনার পর কচুপাত্রা বাজারে থমথমে অবস্থা বিরাজ করে এবং ঘটনাস্থলে তালতলী থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যাকান্ডের কারন এখন পর্যন্ত জানা যায়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল বলেন, উপজেলার কচুপাত্রা বাজারে ছুরিকাঘাতে মটর সাইকেল চালক আরাফাত খান নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত হত্যাকান্ডের কারন জানা যায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।