স্বামীকে নিয়ে কালিগঞ্জ থানা নির্বাহী অফিসার এবং মাকে নিয়ে সহকারি ভূমি কর্মকর্তা পরিদর্শন করলেন বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধু মহলের সরস্বতী পূজার উৎসব। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ শ্যামল কুমার মন্ডল।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে সরস্বতী পূজা পরিদর্শন করেছে স্বামীকে নিয়ে সুযোগ্য থানা নির্বাচন অফিসার অনুজা মন্ডল এবং উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অমিত কুমার বিশ্বাস। দক্ষিণ বাংলার ঐতিহ্য বিষ্ণুপুর গ্রামের প্রান্তিক সংঘের সরস্বতী পূজা হাটি হাটি পা পা করে ২২ বছরে পদার্পণ করেছে। প্রত্যেক বছর এই পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয় এবং আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ধারাবাহিকতায় এ বছরও প্রতিষ্ঠান দুটি আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, নৃত্য, যাত্রাপালা এবং চোখ জলসানো লাইটিং। সকালে দুটি প্রতিষ্ঠানের প্রতিমা পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে হিসাবে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক সুকুমার দাস বাচ্চু , শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শ্যামল কুমার মন্ডল,এসিএ মোহন অধিকারী, নয়ন সদ্দার, এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ। ছোট্ট সাক্ষাৎকারে অনুজা মন্ডল বলেন আমি বিষ্ণুপুরের পূজা দেখে অভিভূত হয়ে গেছি। প্রতিবছর এমন পূজার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আহবান জানান। অমিত কুমার বিশ্বাস সাক্ষাৎকারে বলেন আমি দীর্ঘদিন ধরে এই পূজার কথা শুনে আসছি কিন্তু ব্যক্তিগতভাবে আজ নিজের চোখে আমি পূজা দেখ নিজেকে ধন্য বলে মনে করছি। অনুজা মন্ডলের স্বামী এবং অমিত কুমার বিশ্বাসের মা দুজনেই বললেন এমন সরস্বতী পূজা আমরা আর কখনো দেখেনি। সম্ভব হলে প্রত্যেক বছর তারা এই পূজা দেখতে আসার ইচ্ছা পোষণ করেছে। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্যামল কুমার মন্ডল। SHARES সারা বাংলা বিষয়: