লক্ষীপুরে আওয়ামী লীগের ২ আইনজীবী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ মেহেদি।। লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেপ্তার লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, তারা দুইজনেই আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেপ্তার করে। আইনজীবী নুরুল হক পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়। এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। এড. নুরুল হুদা পাটোয়ারী লক্ষীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি হিসেবে আইনজীবীদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে দুপুর ১২ ঘটিকায়। উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়। এই বিষয়টি নিয়ে বর্তমান লক্ষীপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয় টি সম্পর্কে জানতে পেরেছি পুলিশ দুই জন কে গ্রেফতার করে কোর্টে নিয়ে এসেছে এবং ঘঠনার সাথে সম্পৃক্ততা আছে কি না সে বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং আইন আইনের গতিতে চলবে। এই বিষয়টি নিয়ে বর্তমান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রহমত উল্লাহ বিপ্লব সাহেব কে উনার মুঠোফোনে একাধিকবার কল করা হয়েছিল কিন্তু উনার নাম্বার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলতেছে। SHARES সারা বাংলা বিষয়: