মোহনগঞ্জ উপজেলায় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রবিন মিয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কারে ভূষিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

মো:মিনারুল ইসলাম।। গত ৩০ জানুয়ারি ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান ও ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রবিন মিয়া।উল্লেখ্য, সে জেলা পর্যায়ে ১৫০০ মিটার দৌড়ে প্রথম ও ৮০০ মিটার দৌড়ে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে। সে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, রবিন মিয়া ভরাম শ্রীরামপুর গ্রামের মো: আহেজ মিয়ার ছেলে। আহেজ মিয়ার  দুই ছেলে দুই মেয়ের মধ্যে রবিন মিয়া সর্বকনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি ছিল তার প্রবল  আগ্রহ। রবিন মিয়ার এই খুশির সংবাদে তার পরিবার, এলাকা ও কলেজের শিক্ষক বৃন্দের মধ্যে আনন্দ বিরাজ করছে। বিশেষ করে কলেজের অধ্যক্ষ জনাব আমিনুল হকের সুযোগ্য  নেতৃত্বে কলেজটি অতি অল্প সময়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সুনাম ও সুখ্যাতি  অর্জন করেছে। কলেজটিতে প্রতিবছরই শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারে  ভূষিত হয়েছে। ফলাফলেও কলেজটি প্রতিবছরই উপজেলায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে।