ওসমানীনগরের মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ শরীফ আহমদ চৌধুরী ।। সিলেটের ওসমানীনগরে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে তামাবিল থানা পুলিশের উদ্যোগে জনতার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টা ওসমানীনগরের তাজপুর বাজাস্থ সৌদিয়া কাউন্টারের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক দিলোয়ার আহম খান,হাবিবুর রহমান অফিসার ইনচার্জ তামাবিল হাইওয়ে থানা, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার আহমদ বকুল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুর এম রেফুল, ইব্রাহিম খান ইমন, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল আহমদ পার্ভেজ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল আহমদ, শ্রমিক নেতা সাহেব আলী, জামাতে ইসলামী নেত জাহেদ আহমদ, আশরাফু ইসলাম আবিদ,দুরুদ মিয়া, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটনের নেতৃবৃন্দ বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। SHARES সারা বাংলা বিষয়: