সাবেক এমপি আব্দুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
ইকবাল হাসান (শাকিল) ।। হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুখ রুমি এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা ডায়গনস্টিক সেন্টার থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি টিম। পরে র‌্যাব-১২ মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে অধ্যাপক আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।