কেন্দুয়ায় নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ কোহিনূর আলম । । নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে ঘরের দরজা খুলে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার (৭ জানুয়ারী) বিকাল ৩টায় ঘরের দরজা খোলা দেখে চুরির ঘটনা অবগত হয় বাড়ির লোকজন । জানা যায়, ঘটনার সময় মৃত আব্দুল মালেকের ঘরে স্ত্রী সন্তান কেউ ছিলেম না । তার স্ত্রী নূরুন্নাহার ছোট ছেলেসহ ছিলেন বাবার বাড়ি নারায়ণপুরে । এ সুযোগে কে বা কারা এই চুরির ঘটনা ঘটায় । ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে মৃত আব্দুল মালেকের ঘরে এই চুরির ঘটনা ঘটে । মৃত আব্দুল মালেকের ভাতিজি সেতু আক্তার বলেন, বিকাল ৩টার দিকে আমি প্রথমে ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢুকে দেখি ঘরের জিনিসপত্র এলোমেলো । তারপর বাড়ির সাবাকে জানাই । ভুক্তভোগী নূরুন্নাহার বলেন, আমরা বাড়িতে বা ঘরে ছিলাম না । ঘরের দরজা খুলে শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণের চেইন, কানের দুল, নাকফুল, আংটি ও নগদ ৩০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । কে বা কারা নিয়ে গেছে আমি জানি না । স্থানীয় ইউপি সদস্য মোঃ কাজল মিয়া চুরির ঘটনা শুনে অবাক হোন এবং বলেন, এই গ্রামে চুরির ঘটনা ঘটে না বলেই চলে । আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । এ বিষয়ে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোঃ বাবুল মিয়া জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: