গাংনীর এমডি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষা সফরের সমাপনী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ মাহাবুল ইসলাম।। মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী এমডি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শেষ হলো দিনব্যাপী শিক্ষা সফর-২০২৫। শুক্রবার (৭ ফেব্রুয়ারি), সকাল সাড়ে ৭ টার দিকে এমডি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষা সফর উপলক্ষে বাসযোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানি ও বদরগন্জ এলাকার আক্কাস আলী লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়। প্রথমেই কেরু এন্ড কোম্পানি প্রবেশ করে কোম্পানির এমডি’র অনুমতি পাওয়া গেলেও সিকিউরিটি গার্ডের বাঁধায় সেখান থেকে ফিরে আবারও রওয়ানা দেওয়া হয় আক্কাস আলী লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টের উদ্দেশ্যে। শিক্ষার্থীদের বিনোদনের জন্য একটি পারফেক্ট জায়গা মনে হয়েছে সেটাকে। অসাধারণ লেক ভিউ এবং আধুনিক মানের রাইডে চড়ার আনন্দই অন্য রমক ছিল শিক্ষার্থীদের মাঝে। অবশেষে বিকেল ৫ টার দিকে বাসভবনের উদ্দেশ্যে ফিরে আসা হয় শিক্ষার্থীদের নিয়ে। মাইলমারী এমডি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সজিব রানা’র নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদের সহধর্মিণী নূরুন্নাহার বেগম, এমডি প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রোকনুজ্জামান শামীম, নিশাত তামান্না, লাবনী খাতুন, রত্না খাতুন, জাকিয়া সুলতানা, দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে ছিলেন প্রায় অর্ধশতাধিক সদস্য। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ শিক্ষা সফরে গিয়ে অনেক আনন্দিত হলেও দর্শনা কেরু এন্ড কোম্পানিতে প্রবেশে বাঁধায় দুঃখ প্রকাশ করেন। এলাকার একমাত্র চিনি কল দেখা ও শিক্ষার্থীরা তাদের জানার আগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। এটা শিক্ষার্থীদের নয় বরং চুয়াডাঙ্গাবাসীর ব্যর্থতা বলে অনেকে জানান। তিনারা জানান, বছরের অধিকাংশ সময়ে মেহেরপুরের শিক্ষার্থীরা কেরু এন্ড কোম্পানিতে শিক্ষা সফরে এসে থাকে। দেশের অন্যান্য কয়েকটি জেলাতেও চিনি কল থাকায় কেরু এন্ড কোম্পানিতে তাদের আসার আগ্রহ জাগেনা। কিন্তু মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সসহ কয়েকটি দর্শনীয় স্থান থাকলেও নেই চিনি কল। তাই চিনি কল দেখার আগ্রহটা মেহেরপুরের শিক্ষার্থীদের মাঝে অতীতেও ছিল, এখনও রয়েছে। তবে এই প্রথম দেখা গেল কেরু এন্ড কোম্পানিতে শিক্ষার্থীরা শিক্ষা সফরে এসে ফিরে যেতে বাধ্য হলো। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দর্শনা কেরু এন্ড কোম্পানিতে আসা থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবেন বলে মনে করেন অভিভাবকের অনেকে। SHARES সারা বাংলা বিষয়: