৩৫ বছর শিক্ষকতার পর সহকারী প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ মোঃ জামাল শেখ। । ফুলের শুভেচ্ছা ও হাতে সম্মাননা স্মারক এবং নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে এভাবেই বাড়ি ফিরে গেলেন আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদার। একজন নিষ্ঠাবান শিক্ষকের পুরস্কার হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদার কে এই সম্মাননা জানানো হয়। গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাজকীয়ভাবে তার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তার এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিয়া’র সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাজড়া এম ইউ সিনিয়র ডিগ্রি মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মাজড়া এম ইউ সিনিয়র ডিগ্রি মাদ্রাসার প্রভাষক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আজাদ আহমেদ এবং অত্র বিদ্যালয়ের (অব:) শিক্ষক শ্যামল কান্তি টিকাদার, সিনিয়র ব্যাংক কর্মকর্তা এস. এম. দাউদ হোসেন, অত্র বিদ্যালয়ের (অব:) শিক্ষক ও কাশিয়ানী এম এ খালেক কলেজ এর সহযোগী অধ্যাপক রবীন্দ্রনাথ দাশ, (অব:) সোনালী ব্যাংকের ম্যানেজার ফেরদৌস আলম, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী তমর হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মনজুরানী মজুমদার, সাবিনা ইয়াসমিন, জালাল উদ্দীন, কামরুল হাসান, চপল কুমার বিশ্বাস, শাহনাজ পারভীন, মোঃ মাসুদ, প্রকাশ কুসার বিশ্বাস, সোনালী সাহা-সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদার দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অতিথিরা এবং শিক্ষার্থী-অভিভাবকরা। পরে বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদার তার অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন। SHARES সারা বাংলা বিষয়: