লালপুরে পদ্মানদীর জাজিরা চরের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সেনাবাহিনীর টহল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মোঃশাহ্ জালাল মাসিম।।  লালপুর উপজেলার পদ্মাচরের মধ্যে  আয়োতনে সবচেয়ে চর জাজিরা।এই চরের নানারাকম অনিয়ম, আধিপত্য কায়েম,অবৈধ দখলদারিত্ব ও বিভিন্ন গ্রুপের সশস্ত্র সংঘর্ষকে কেন্দ্র করে চরগুলোতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। যা স্থানীয় এলাকাবাসী ভুক্তভোগী ছিল অনেক বছর ধরে। কিন্তু বর্তমানে সেনাবাহিনীর একটি দল নিয়মিত এই জাজিরা চরের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে টহল পরিচালনা করে আসছে। এদিকে পদ্মা নদীতে পানি না থাকায় তারা গাড়ীবহর নিয়েও চরের মধ্যে দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা রাস্তা দিয়ে টহল পরিচালনা করতে পারছে।  এর ফলে চর এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে জানায়। কৃষকরা চরে ফসল হারানোর আশংকা ছাড়াই কৃষিকাজ করতে পারছে বলে জানা যায়।