নাটোরের চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ সাধীন আলম হোসেন। । আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার বৈঠকে দলটির নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে লালপুর উপজেলা জামায়াতের আমীর এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আবুল কালাম আজাদ। নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামে ১৯৮৩ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা মো. আবুল কালাম আজাদ। পিতা মরহুম জসিম উদ্দিন প্রাং ও মাতা মরহুম হায়াতুন্নেছা। স্ত্রী খন্দকার ফাতেমা খানম। তাঁদের সন্তান নাফিসা বিনতে কালাম, আমির হামজা, খাদিজাতুল কুবরা ও জুবায়ের আহমেদ। তিনি পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, বাঘা মাদ্রাসা থেকে দাখিল, পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম, ফাজিল ও কামিল এবং পাবনা এডওয়ার্ড সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০০৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে বাঘা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি, ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত পাবনা শহর শাখা ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট সদস্য, ২০০৫-২০০৯ সাল পর্যন্ত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক, ২০১০-২০১৬ সাল পর্যন্ত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে (১৭/০৪/২০১৪-২১/০৪/২০১৯) জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী। নাটোর-৩ (সিংড়া) আসনে জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান। নাটোর-৪ আসনে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারী (শুরা ও কর্মপরিষদ সদস্য) মাওলানা আব্দুল হাকিম। তিনি সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে মৃত আজিম উদ্দিনের ছেলে। নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম বলেন, কিছুদিন আগে হওয়া কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠকে নাটোর-৩ আসনের প্রার্থী চূড়ান্ত হয়। এর আগে তিনটি আসনে দলের প্রার্থী আগে থেকেই নির্ধারণ করা ছিল। যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। তাদের (মনোনীত প্রার্থীদের) নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে । SHARES সারা বাংলা বিষয়: