পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম চাঁদ আলী সরকার ভলিবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলার  ৩ নং খুবজীপুর ইউনিয়নেরন পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মরহুম  চাঁদ আলী সরকার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ২০২৫ ইং আজ সকাল ১১ টার সময় অনুষ্ঠান  হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বি এন পি, ও গুরুদাসপুর উপজেলা বি এন পির সভাপতি, উক্ত  ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, মোঃ মাহতাবউদ্দিন মোল্লা, সভাপতি, ৪ নং ওয়ার্ড  বি এন পি পিপলা।  ডাঃ আলহাজ্ব মোঃ  জাহাঙ্গীর  আলম,  উপাচার্য  অতিশ, দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়  ঢাকা। মোঃ দুরাপউদ্দিন সরকার, সভাপতি, খুবজীপুর ইউনিয়ন বি এন পি।  মোঃ মোশারফ হোসেন সরদার,  সাধারণ সম্পাদক, খুবজীপুর ইউনিয়ন বি এন পি।  প্রভাষক মোঃ নজরুল ইসলাম সরদার,  খুবজীপুর কলেজ।  প্রভাষক মোঃ সাইফুল ইসলাম  বিয়াঘাট কলেজ। মোঃ মামুনুর  রশিদ মামুন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা কৃষক দল। মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক,  গুরুদাসপুর উপজেলা কৃষক দল। মোঃ রাজু আহমেদ, সভাপতি, খুবজীপুর ইউনিয়ন যুবদল। মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল। মোঃ সেহাগ,সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা জাসাস। সহ প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী  বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন  উক্ত  চাঁদ আলীর প্রতি গভীর শ্রদ্ধা  ও সমবেদনা  নিয়ে বক্তব্য রাখলেন বক্তারা  স্মরণ করেন বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসন আমলে  মরহুম  চাঁদ আলী কে নিশংস ভাবে  হত্যা করেছিল ২০০৯ সালের জুলাই মাসের ১৯ তারিখে, এমন হত্যা বিচার দাবি করেন  ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী , তারি স্মরণে  আজ পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  স্মৃতি ধরেরাখতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে পিপলা যুব সমাজ, আজ ৪ টি দল খেলায় অংশ গ্রহন করছে, এদের মধ্যে যে দল বিজয়ী  বহবে  প্রথম পুরস্কার  ২৫ হাজার টাকা এবং  দ্বিতীয় পুরস্কার রানার্স আপ  ১৫ হাজার টাকা করে পুরুষ্কার  বিতরনী করা হবে উক্ত ভলিবল টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন  মরহুম চাঁদ আলী  সরকারের বড় ছেলে মোঃ  হুমায়ুন আলী বাবু,  যুবদল নেতা পিপলা।