পাথরঘাটায় অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
মোঃ শাহজালাল।।  বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৪৮ জন দখলদারদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। রবিবার (৯ ফেব্রুয়ারি)  বেলা ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার বেইলী ব্রীজ সংলগ্ন নতুন বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী হাসি বেগম, কালু হাওলাদার, সেলিম হাওলাদার, মিনা বেগম অভিযোগ করে বলেন, পাথরঘাটা উপজেলার ১২নং ঘুটাবাছা মৌজার ৫৬নং খতিয়ানের ২৯৬৬/২৯৬৮/২৯৬৯নং দাগ থেকে বিগত পঁচিশ বছর আগে বরগুনা পানি উন্নয়ন বোর্ড খাল কাঁটার জন্য কিছু জমি একর করে নেয়। সেই সুযোগে কতিপয় জমি দখলবাজ রাতের অন্ধকারে জোরপূর্বক আমাদের বসত বাড়ী ভেঙ্গে দিয়ে তারা ঘর তোলেন এবং জমি দখল করে ব্যবসার কার্যক্রম চালানো শুরু করেন। আমরা তাদের কাছ থেকে যখন জমি উদ্ধার করতে এসেছি, তখন দখলবাজদের মিথ্যা চাঁদাবাজী মামলার স্বীকার হয়ে বিনা দোষে জেল খেটেছি। অথচ, মন্ত্রনালয়, বরগুনা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন সহ সবাই জানেন আমাদেরই জমি। তাই, আমরা সংশ্লিষ্ট প্রত্যেক দফতর প্রধানের সাথে যোগাযোগ করি এবং সেই সূত্র ধরেই বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর এর রাজস্ব শাখা থেকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপরে তদন্তপূর্বক সাত কার্য দিবসের মধ্যে মতামত সহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হলেও এখন পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ  নেননি। এজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি। মানবন্ধনের মাধ্যমে আমরা প্রশাসনের  সুবিচার কামনা করছি।