৬১ তম বার্ষিক ওরছ শরীফ শুরু হয়েছে কালীগঞ্জের নলতায়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
শ্যামল কুমার মন্ডল।।  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় শুরু হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা( র:) ৬১ তম বার্ষিক ওরছ শরীফ। ওরছ শরীফ চলবে ৯,১০, ১১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ওরছ শরীফ উপলক্ষে বর্ণিল সাথে সাজানো হয়েছে নলতার পাক রওজা শরীফ প্রাঙ্গন। পাক রওজা শরীফের চারিদিকে ফুটেছে নানা প্রজাতির ফুল। দেশ বিদেশ থেকে এসেছেন ভক্তরা। গেস্ট হাউস গুলো পরিপূর্ণ হয়ে গেছে ভক্ত সমাগমে। তৈরি করা হয়েছে মাহফিলের জন্য মঞ্চ। সামিয়ানা দিয়ে ঢাকা হয়েছে পাক রওজা শরীফের প্রাঙ্গণ।  আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫ সকালে মিলাদ মাহফিল শেষে দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করছেন হামদ, নাত, মুর্শিদি। এভাবে চলবে দিনভর অনুষ্ঠান। ওরছ শরিফে বক্তা হিসাবে থাকছেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা,বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, কুষ্টিয়া ), পীর কামেল আলহাজ্ব হযরতুল আলাম্মা খাজা আরিফুল রহমান তাহেরী (পীর সাহেব গাছতলা দরবার শরীফ, চাঁদপুর ), আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাঈখ মোহাম্মদ উসমান গনি ( সহকারি অধ্যাপক,আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজনম, ঢাকা ), মুক্তি হাফেজ মাওলানা মোঃ আশিকুর রহমান (প্রধান  শিক্ষক,খানবাহাদুর আহ্ছানউল্লা(র.) ইসলামিক সেন্টার)।  ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বক্তা হিসেবে থাকবেন আল্লামা মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি ( বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,লেখক ও গবেষক, নারায়ণগঞ্জ ), মুফতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালেহী ( প্রধান মুফতি দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও খতিব শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা ), আলহাজ্ব অধ্যাপক হাফেজ মাওলানা হাফিজুর রহমান (খতিব, গুলশান-১ জামে মসজিদ, ঢাকা ), মুফতি মাওলানা আহমাদ রেজা ফারুকী ( ইমাম ও খতিব হাইকোর্ট মাজার শাহী জামে মসজিদ,ঢাকা)।  ১১ ফেব্রুয়ারি ২০২৫ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পাকের রওজা শরীফের তিন দিনের অনুষ্ঠান।