বান্দরবানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
দীপংকর মল্লিক।।  রবিবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবানের গরীব, অসহায় আর দুস্থ রোগীদের  জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়েছে।  সকালে ১০ টা থেকে বান্দরবান স্থানীয়  ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৩জন বিশেষজ্ঞ চিকিৎসক নাক কান গলা, গাইনি, দন্ত, চর্ম,  চিকিৎসাসহ বিভিন্ন রোগের  বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়েছে। আয়োজকেরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিভিন্ন জায়গা থেকে দুঃস্থ ও অসহায় রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কাউট, বিডি ক্লিনিক, বন্ধু সভার সদস্যরাসহ কয়েকটি মানবিক সংগঠন।