শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তালগাছি এস এ ডেন্টাল কেয়ার ২ বন্ধ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
শাহজাদপুর উপজেলায় অবৈধ ও অনিয়মিত চিকিৎসা সেবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার তালগাছি এলাকার এস এ ডেন্টাল কেয়ার ২-এ এই অভিযান পরিচালিত হয়।
শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের  সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে এস এ ডেন্টাল কেয়ার ২-এর বিরুদ্ধে অনিয়ম ও ভূয়া  ডাক্তার দিয়ে চিকিৎসা সেবার অভিযোগ উঠে আসে। এ সময় প্রতিষ্ঠানটিতে কোন ব্যক্তিকে না পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা  করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।