রাজশাহীর বাগমারায় রুহুল কবির রিজভীর কর্মী সমাবেশ!

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ব্যুরো নিউজ: আজ ১২ই ফেব্রুয়ারী ২০২৫ রাজশাহী জেলার বাগমারা উপজেলায় বিএনপির কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব সচিব রুহুল কবির  রেজভী। রাজশাহী জেলার আয়বায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির  সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, আরো উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা কমিটির অন্যান্য নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কোন প্রকার ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না, এই বলে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দেন। এবং নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সব সময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। কোনও ষড়যন্ত্রকারী ও চক্রন্তকারীকে এই দেশে চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না। আমাদের সোনার দেশ বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে যে সকল চক্র ও মহল ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি।
প্রধান অতিথি রুহুল কবির  রিজভী সাহেব বলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আমাদের ভিতরে কোন প্রকার দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিৎ নয়। আমরা সবাই এক কাতারে রাজনীতি করে আসছি এবং আগামীতেও আমরা  জনগণের কল্যাণে রাজনীতি করবো। আমরা কোনও সন্ত্রাসী, চাঁদাবাজি, স্বৈরাচার ও দখলদারিত্ব মনোভাব সম্পন্ন নেতা-কর্মীদের প্রশ্রয় দিব না। এবং নেতৃবৃন্দকে হুশিয়ার করে বলেন, আওয়ামীলীগের দোসররা কোনভাবেই যেনো আমাদের দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেজন্য নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যে সকল শহীদ প্রাণ দিয়েছেন, সে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও বলেন, স্বৈরাচার মুক্ত করতে যারা শহিদ হয়েছেন, তাদেরকে স্মরণে রেখে, তাদের রক্ত বৃথা যেতে দেব না। স্বৈরাচারমুক্ত দেশ হবে এই বাংলাদেশ। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার সংগঠিত হতে পারবে না। এবং বাংলাদেশ সন্ত্রাসমুক্ত স্বৈরাচারমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সদা প্রস্তুত থাকবে হবে।