ধামইরহাট সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের মধ্যে প্রবেশ না করার নির্দেশ- ইউএনওর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় পথচারীসহ সর্ব সাধারণকে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে প্রবেশ না করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে সন্তোষ প্রকাশ করে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবি ও জনপ্রতিনিধিদের উঠান বৈঠক, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ, ভূমি দখল ও পলেথিন ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও শুভেচ্ছা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।