ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণহীন অটোরিকশা ভাড়া, যাত্রীদের দুর্ভোগ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া শহরে অটো রিকশার ভাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের জন্য বাড়তি ভাড়া গুনে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, অটো রিকশার জন্য কোনো নির্দিষ্ট ভাড়া তালিকা নেই। চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আগে যেখানে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে এখন ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি দূরত্ব কম হলেও চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পৌরসভা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। বরং যাত্রীদের কোনো অভিযোগ থাকলেও তা গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয় না।
এক যাত্রী বলেন, “প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কাজের জন্য যাতায়াত করতে হয়। কিন্তু এখন যে হারে ভাড়া নেওয়া হচ্ছে, তাতে আমাদের চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। পৌরসভা যদি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে এবং কঠোর মনিটরিং চালাতো, তবে এ সমস্যা সমাধান হতে পারতো।”
অন্যদিকে, একাধিক অটো রিকশা চালক দাবি করেছেন যে, প্রতিদিন তাদের গাড়ির জমা ৪৫০ টাকা, চার্জ বিল ১৬০ টাকা, এবং ট্রাফিক সমস্যার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ আল-মাসাদ, লাইসেন্স ইন্সপেক্টর জানান, “অটো রিকশার ভাড়া নিয়ন্ত্রণে আনতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।”
সাধারণ মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করা হয় এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, যাতে যাত্রীদের হয়রানি বন্ধ হয়।