তারুণ্যের উৎসব উপলক্ষে ডোমারে পরিস্কার পরিছন্নতা কাজের শুভ উদ্বোধন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
 নীলফামারীর ডোমারে তারুণ্যের উৎসব উপলক্ষে ডোমার পৌরসভার সার্বিক সহযোগিতায় পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারী বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।