লক্ষ্মীপুর জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আজ মঙ্গলবার (১৮/০২/২০২৫ইং) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও জামায়াতের নিবন্ধন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। সকাল ১০টায় শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদসহ প্রমুখ।এ সময় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পুনর্বহালের দাবি জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।