এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামাাতের নিবন্ধন ফেরতের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মোঃ নুরুন্নবী মিয়া। ।   বাংলাদেশ জামায়েতে  ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজাহারুল ইসলামের মৃত্যু দণ্ডাদেশ বাতিল ও দলের নিবন্ধন পুনর্বহালের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকালে শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়েতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ডাকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের  শূরা সদস্য ও  জেলা আমীর আব্দুল করিম সরকার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেশ।জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান সহ অঙ্গ ও সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তারা ৫ই আগষ্টের পরেও মিথ্যা মামলা থেকে জামায়াত নেতা কর্মীদের মুক্তি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।এটিএম আজাহারুল সহ মিথ্যা মামলায় দন্ডপ্রাপ্ত ও আটক নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ্র হুশিয়ারি প্রদান করেন।