লালপুর উপজেলায় নতুন রাজনৈতিক দল গঠনের জনমত জরীপ ও ক্যাম্পেইন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ মোঃশাহ্ জালাল মাসিম ।। লালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপি আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে সপ্তাহব্যাপি (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫খ্রিঃ) কর্মসূচি ও জনমত জরিপের আয়োজন শুরু হয়েছে । উক্ত জনমত জরিপ উদ্ভোধন করেন জাতীয় নাগরিক কমিটির নাটোরের প্রতিনিধি সদস্য মোঃশাহ্ জালাল মাসিম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মোঃ আল আমিন ও সজীব মাহমুদ উপস্থিত ছিলেন। গোপালপুর পৌর সভার নাগরিকদের রাজনৈতিক নানা মতামত ছিল এ জরিপের মূল বিষয়। এ জরিপ পরিচালনা করা হয়। SHARES সারা বাংলা বিষয়: