সবার বেলা হইচই, জামাতের বেলায় ঘুমিয়ে রই দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ মো মুরশিদ।। ইকে আনবো—এই স্লোগানে উত্তাল হয়েছে গাজীপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা শাখার নেতাকর্মীরা জামাত ইসলামের সাবেক জয়েন্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। বক্তারা অভিযোগ করেন, ২০১২ সালে স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় এটিএম আজহারুল ইসলামকে বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়। কিন্তু স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন দলের রাজ বন্ধুরা মুক্তি পেলেও তিনি মুক্তি পাননি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তার মুক্তির ব্যবস্থা করতে। বিক্ষোভে বক্তারা আরও বলেন, “সবার বেলায় হইচই, জামাতের বেলায় ঘুমিয়ে রই!” তারা দাবি করেন, সরকার পরিবর্তনের পরও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তারা বলেন, সারা দেশের ছাত্রসমাজ ও জনসাধারণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে, তবুও বৈষম্যের অবসান ঘটেনি। বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হয়, তবে জেলের তালা ভেঙে তাদের নেতাকে বের করে আনবে। SHARES সারা বাংলা বিষয়: