কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মশাল মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আসাদ জামান।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহতের ঘটনায় কুড়িগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শহরের কলেজ মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের পৌরবাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।  সমাবেশে বক্তরা বলেন, সন্ত্রাসীরা কখনো ছাত্র হতে পারেনা, তাদের কোন দলমত নেই তাই সংঘবদ্ধ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুকুল মিয়া, আব্দুর রাজ্জাক রাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা সংগঠক আসাদুজ্জামান, গোলাম রসুল রনি, মোজাম্মেল হক বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সংগঠক আলমগীর হোসেন প্রমুখ।