রামপালে মহিলা কলেজে গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন কৃষিবিদ শামীম।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
শেখ মাসুম বিল্লাহ। ।  রামপাল উপজেলা প্রতিনিধি থেকে বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সুন্দরবন মহিলা কলেজের ২৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবন মহিলা কলেজ(ভাগা) এর আয়োজনে কলেজ চত্বরে দুই দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের হাতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর সামিউল হক সামী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।  এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদিরসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কৃষিবিদ শামীমুর রহমানের আর্থিক সহায়তায় ২২ জন গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।