নিকলীতে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

রাখী গোপাল দেবনাথ ।।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায়  নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ  সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি লিটন এ আর খান ও অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা ( মারুফ মিয়া)। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি লিটন এ আর খান  বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্য  নির্ভর বাংলাদেশ নির্মানে কাজ করে যাচ্ছে।আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের সুচিন্তিত ও পরিকল্পিত রোডম্যাপের কারনে তরুনরা আজ জনগনের অধিকার নিয়ে কথা বলতে পারছে। অথচ   বিগত ১৫ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মকে রাজনীতিবিমুখ করেছে ফ্যাসিট সরকার । আগামীর  বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল হবে সুসংগঠিত । আমরা সংগঠিত আছি বিধায় ফ্যাসিট আজ বিতারিত হয়েছে। তিনি আরোও বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে ছিলেন, তাদেরকে বাংলাদেশ ছাত্রদল মূল্যায়ন করবে। ছাত্রদলের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। নিকলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত  আহবায়ক হৃদয় হাসানের সভাপতিত্বে ও উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব  রনি আহম্মদের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায়  বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয়  ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল,কেন্দ্রীয়  ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক  জুলকার নাইন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি রেদুয়ান রহমান  ওয়াকির ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ,মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি  সরকারি কলেজ শাখার কারার নিয়ন,সাকিবুল হাসান সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের সদস্যবৃন্দ।