শ্যামনগর গাবুরায় ৩৫০ জন ছিন্নমূল শিশুর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। শ্যামনগর উপজেলার গাবুরায় ৩৫০ জন ছিন্নমূল শিশুর মাঝে নগদ টাকা, শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা ব্রতী।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বুড়িগোয়ালিনী অফিস থেকে গাবুরার অসহায় পরিবারের শিশুদের মাঝে নগদ জনপ্রতি ২০০০ টাকা, বার্ষিক শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন ব্রতীর প্রকল্প অফিসের এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ, মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে ব্রতী ২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাবুরায় তিন বছরের শিশু সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় প্রতি মাসে প্রতিটি শিশুকে ১০০০ টাকা, প্রয়োজনীয় পোশাক ও শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। এবারের বিতরণ কার্যক্রমে দুই মাসের সম্মিলিত অর্থ হিসেবে জনপ্রতি ২০০০ টাকা দেওয়া হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে অতিদরিদ্র পরিবার, ইয়াতিম, তালাকপ্রাপ্ত ও ডিভোর্সের কারণে পিতা-মাতাহীন শিশু, প্রতিবন্ধী শিশু ও পরিবার এবং নারী প্রধান পরিবারগুলো পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সকল উপকারভোগী পরিবারের মাঝে মাসিক এই উপকরণ ও সহায়তা বিতরণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, ব্রতী ও নাবিকের সহায়তায় বিগত ১৫ বছর ধরে গাবুরায় শিশু পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া সংস্থাটি নিরাপদ খাবার পানি, ফ্রি পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা, জরুরি খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিশু সুরক্ষা প্রকল্পের পাশাপাশি গাবুরায় ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রকল্পও চালু রয়েছে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রতীর বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন বলে জানিয়েছেন প্রকল্প ম্যানেজার সাইফুর রহমান। SHARES সারা বাংলা বিষয়: