দৈনিক দেশ সেবায় সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া মিরপুরের সেই ইউএনও বদলি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
কুষ্টিয়া  মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছ।
আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদেরকে পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো। এরআগে গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা সভাকক্ষে আওয়ামী লীগের পদধারী চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা সভা করেন ইউএনও। সেই সভার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়ি‌য়ে পড়ে। সেই সংবাদ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দৈনিক দেশ সেবায় সংবাদ  প্রচার হলে সমালোচনার মুখে পড়েন ইউএনও বি‌বি ক‌রিমু‌ন্নেছা। এছাড়াও সম্প্রতি তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ ওঠে।