অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার খায়রুল আলম রাজু।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজুকে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত খায়রুল আলম রাজু বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফসি উদ্দিন মন্ডলের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে খায়রুল আলম রাজুকে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।