সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুজ্জামান বাবরের ১৭ বছর পর নিজ গৃহে প্রবেশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লুত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যুগিয়েছে। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দণ্ড দিয়েছে, অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি আপোষ করিনি। জালিম সরকারের কাছে মাথা নত করিনি। মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর সম্প্রতি সবকটি মামলা থেকে বেখসুর খালাস পেয়ে নিজ জেলায় ও নিজ বাড়িতে  আগমণ উপলক্ষ্যে রোববার (২৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।