নওগাঁয় মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৬। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ সাইফুল ইসলাম।। নওগাঁয় পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এছাড়া ও সিএনজি চালিত অটো-বাইক চালক ও মোটরসাইকেল আরোহী সহ ৬ জন আহত হয়েছেন। মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক ৩টি স্থানে দূর্ঘটনাগুলো ঘটে। বুধবার ২৬ ফেব্রুয়ারী সকালে নওগাঁর ধামুরহাট উপজেলার বিহারিনগর মোড়ে পিকনিকের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন (৪০) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সুত্র জানাগেছে, সকাল সারে ৭টারদিকে ধামুরহাট উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট দোকান ব্যবসায়ী কামাল হোসেন নিজেই একটি মোটরসাইকেল চালিয়ে নওগাঁ যাচ্ছিলেন। যাওয়ার পথে ধামইরহাট টু পত্নীতলা সড়কের বিহারীনগর মোড় নামক এলাকায় পৌছালে এসময় জয়পুরহাট অভিমুখি পিকনিকের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপাদিলে দূর্ঘটনাস্থলেই কামাল হোসেনের মৃত্যু হয়। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে বলে প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়। মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অপরদিকে বুধবার সকাল সারে ১০ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া বাজার এলাকায় বিপরীত মুখি প্রাইভেটকার ও অটো-বাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানিয়রা জানান, প্রাইভেটকার ও অটো-বাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটো-বাইক চালক সহ ৩ জন আহত হোন। আহতদের মধ্যে অটো-বাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেন নি স্থানিয়রা। এরপূর্বে মঙ্গলবার সন্ধার পর নওগাঁ টু রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক এলাকায় অটো-বাইক ও মোটরসাইকেল দূর্ঘটনায় মোট ৩ জন আহত হোন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা। SHARES সারা বাংলা বিষয়: