প্রবাসীদের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান মামুনের।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সাইফুল ইসলাম।।
নাসিরনগর উপজেলার কৃতি সন্তান ও মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্ট মরহুম মোঃ আলীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলের সাংবাদিক আনিছুর রহমান পলাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ. কে. এম কামরুজ্জামান মামুন এসময় উপস্থিত বক্তব্যে বলেন প্রবাসীরা আমার ভাই আমার আপনজন তাদের সকল কাজে তাদের পাশে যে কোনো সময় আমি কাজ করতে প্রস্তুত আছি! তারা আমার ফোন নাম্বার রাখবে সব সময় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ!
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর ও উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মদিনা (সৌদি আরব) ইমরান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, মদিনা, (সৌদি আরব) জহিরুল ইসলাম!