চৌহালীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র্যালি। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। চৌহালী সরকারি কলেজ গেট থেকে র্যালীটি শুরু হয়ে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশনের সুত্রমতে , ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র্যালীর আয়োজন করা হয়েছে। র্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের চৌহালীর আব্দুল লতিফ, কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও আবদুল বাতেন, শিক্ষক ফারুক আহমেদ, আল-আমিন খন্দকার, শাহিন সিকদার, নজরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: