লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
মামুন রাফী।।
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও শ্রমিক দলের অফিস ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, কামরুল ইসলাম নামে শ্রমিক দলের এক কর্মী বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্নাসহ ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে তমরুদ্দি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিতে ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্নার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘাটে এবং পাশে শ্রমিকদের থাকার ঘর ও শ্রমিক দলের অফিস ভাঙচুর করে। তাদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে লায়লা বেগম নামে এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের গোলাম মাওলা কাজল। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীরের লোকজন ঘাটের সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগের গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর সমঝোতা করে নেন। সেই থেকে আলমগীর ঘাট এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করছেন।