গুরুদাসপুর উপজেলা প্রশাসন নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
“তোমার আমার বাংলাদেশে, ভোড দেব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে আজ (০২ মার্চ) রবিবার সকাল ১০ টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ অনুষ্টিত হয়।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ,
এছারাও উপস্থিত ছিলেন, মোঃ আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, সেলিম আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার, গুরুদাসপুর উপজেলা, শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, আমিনুল ইসলা, দুর্যোগ ব্যবস্থাপনা, হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ গুরুদাসপুর উপজেলার সকল কর্মচারী বৃন্দ ও জনসাধারন উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে গুরুদাসপুর উপজেলা নতুন প্রশাসনিক ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় হালনাগাদ ভোটার তালিকা, নাম পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা কথা বক্তারা বক্তব্যের মাঝে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা হালনাগাদ ভোটার তালিকা, নাম পরিবর্তন, ওয়াড পরিবর্তন সহ নানান সমস্যা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আপনি যদি একবার ভোটার হয়ে থাকেন তাহলে পরবর্তিতে আর ভোটার হতে পারবেন না, এরং নিজ আইডি কার্ড হারিয়ে যাওয়া মাত্র নিকটস্থ থানায় ডায়েরি করবেন, এমন বিভিন্ন জনসাধারনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার।