বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ‘বরগুনা জেলা শাখার’ কমিটি গঠন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫ মোঃ শাহজালাল।। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরগুনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) রাত ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা শাখার ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরগুনা জেলা শাখার নতুন কমিটির সভাপতি মোঃ ফেরদাউস হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ রেজবুল এবং সাংগঠনিক সম্পাদক বনি আমিন (মিরহাত)। এ ছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমতিয়াজ, সহ-সভাপতি মোঃ বাইজিদ হোসাইন, সহ-সভাপতি মোঃ মিঠু আকন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের হাসান, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল, উপ-দপ্তর সম্পাদক মোঃ রায়হান মুন্সী, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ. সম্পাদক মোঃ সিফাত, তথ্য ও গভেষণা সম্পাদক এম এম ফাহিম হোসেন, রাজনৈতিক পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ, ক্রীড়া সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মোঃ মুছা ডাকুয়া, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক মোঃ রাহাত, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসাঃ হান্না কাজী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোঃ নুরুনবী, ত্রান ও দূর্যেোগ বিষয়ক সম্পাদক মোঃ রাতুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান রুমী। সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত বরগুনা জেলা শাখার কমিটির সফলতা কামনা করেছেন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। SHARES সারা বাংলা বিষয়: